নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার ছুটিপুরের ভেদাগাড়ি মাঠে দ্রুতগতির করিমন উল্টে আট শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এর মধ্যে একজনকে সাথে সাথে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল ৩টার দিকে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, ছুটিপুরের শিক্ষার্থীদের অধিকাংশ নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে। গতকাল বিদ্যালয় ছুটির পর তারা করিমনযোগে বাড়ি ফিরছিলো। কিন্তু দুটি করিমন পাশাপাশি প্রতিযোগিতা করে যাওয়ার সময় সড়কের পাশে থাকা ধনচে ক্ষেতে শিক্ষার্থীদের পা বেঁধে গেলে করিমনটি উল্টে যায় এবং তারা সড়কের পাশে আছড়ে পড়ে। মাঠে কাজ করা শ্রমিকরা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। আহতরা হলো- ছুটিপুর গ্রামের হামিদের মেয়ে নূপুর (১৪), মইনুলের মেয়ে রিংকি (১২), ইখলাসের মেয়ে তানিয়া (১৩), মিয়ারুলের মেয়ে সুমি (১৩), রমজানের মেয়ে সূচনা (১৪), বাদলের মেয়ে পিংকি (১৩), আমিনের মেয়ে রিমকি (১২) ও পোতারপাড়ার কাওছারের মেয়ে বন্যা (১৩)। শিক্ষার্থীদের হাত, পা ও শরীরের বিভিন্ন অংশ কেটে যাওয়ায় তাদের বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ছুটিপুর গ্রামের হামিদের মেয়ে নূপুরের পা করিমনের নিচে পড়ে গুরুতর জখম হয় এবং সাথে সাথে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।