চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

 

সরোজগঞ্জ প্রতিনিধি: গতকাল শনিবার দুপুর ১১টার দিকে চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান এ আদালত পরিচালনা করেন। দুটি ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালত ১৩ হাজার টাকা জরিমানা করেন। মেয়াদোর্ত্তীণ ওষুধ দোকানে থাকায় রন্তা ফার্মেসির মালিক বিরেন হালদারকে ৩ হাজার টাকা, সিথি মেডিকেল হলের মালিক মুক্তার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার এএসআই শুকুর আলী সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের খবর ছড়িয়ে পড়লে ডিঙ্গেদহ বাজারের বেশ কিছু হোটেল ও ওষুধের দোকানের মালিকরা তাদের দোকান বন্ধ করে রাখেন।