দশম শ্রেণির ছাত্র দামুড়হুদা বাজারপাড়ার মেহেদীর জেল

দামুড়হুদা পাইলট হাইস্কুল কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় জেএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মেহেদী হাসান (১৮) নামের এক ছাত্রের ২৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্ত ছাত্র মেহেদী দামুড়হুদা বাজারপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। সে দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র।

সহকারী কেন্দ্রেসচিব শাজাহান আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে (বাংলা ২য় পত্র) পরীক্ষা শুরুর আগে অভিযুক্ত ছাত্র মেহেদী স্কুলের গেটের সামনে কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের এক জেএসসি পরীক্ষার্থীর হাত চেপে ধরে তার নাম-ঠিকানা জিজ্ঞাসা করে। এ ঘটনার পর মেহেদী স্কুলভবনের ৩য় তলায় উঠে যায়। বিষয়টি ওই পরীক্ষার্থী সাথে সাথে আমাদের কাছে জানায়। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা অভিযুক্ত মেহেদীকে আটক করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহীকে জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ঘটনাটি জানার সাথে সাথে কেন্দ্রে ছুটে আসেন এবং পরীক্ষা শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে ঘটনার বিস্তারিত শুনে ওই বখাটে ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে দণ্ডবিধির ৩৫৪ ধারায় ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, যেহেতু ওই ছাত্রের সামনেই এসএসসি পরীক্ষা তাই তার ভবিষত্যের কথা বিবেচনায় নিয়ে সাজার পরিমাণ কমিয়ে মাত্র ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।