টিপ্পনী

 

খবর:(জীবননগর শাপলাকলি পাড়ায় ভিক্ষুকের টাকা লুট)

 

সব ফকিরের বাপরে তোরা

সব ফকিরের বাপ,

পরের খাওয়ার জন্যে খালি

মেরে বেড়াস ঝাঁপ।

 

চান্দা তুলিস ধান্দা তুলিস

শিকেয় তুলে পেট,

পরের ধনে পোদ্দারি খুব

ঝাকাস লোকের গেট।

 

পরের খেয়ে মরণ ভালো

কুকচি গাদন গাদ,

মলম তোদের দেবো কোথায়

সারা গায়েই দাদ।

 

-আহাদ আলী মোল্লা