স্টাফ রিপোর্টার: দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র চুয়াডাঙ্গা গাইদঘাট গ্রামের আহাদ হোসেন নীরব গাছ থেকে পড়ে মারা গেছে। গতকাল শুক্রবার বন্ধুদের সাথে গাছে উঠে পড়ে যায়। তাকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী রেফার করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের গাইদঘাট মাঝের পাড়ার দিনমজুর জালাল উদ্দিনের ছেলে আহাদ হোসেন নীরব (৯) স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সে তার কয়েক বন্ধুর সাথে মাঠে যায়। মাঠের একটি আমগাছে উঠে সে পড়ে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পথে ভেড়ামারা এলাকায় বেলা সাড়ে ৩টার দিকে নীরব মারা যায়। একমাত্র ছেলেকে হারিয়ে পিতা জালাল ও রোকেলা খাতুন পাথর হয়ে গেছে। নীরবের একমাত্র বোন জলিও নির্বাক হয়ে পড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক তারেক হাসান শাহীন জানান, নীরবের মাথায় গুরুতর আঘাত লাগে।