৩০ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত
ঝিনাইদহ অফিস: ব্লাড পরীক্ষার টাকা দিতে না পারায় ঝিনাইদহে প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়ে বলে আভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার হরিণাকুণ্ডু উপজেলার তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মারপিটের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার দাবি করেছেন। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের আহত শিক্ষার্থী রুহুল আমিন, রাকিবুল ও মাহফুজ জানায়, বিদ্যায়ল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের ব্লাড পরীক্ষা করার আয়োজন করার জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০ টাকা করে দাবি করে। স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাহাত, ফাহিম, আরিফুল, শামিম, চতুর্থ শ্রেণির তরিকুল, বন্যা, আরিফা, শাপলা, রাব্বুল, ডাবলু, শাকিল, মিছেল, জীবন, নয়ন, তারিকুল, রাতুল ও পঞ্চম শ্রেণির মুন্নি, রাকিব, মারিয়া, মারুফা, আবির, অনিকসহ প্রায় ৩০ জন শিক্ষার্থী ওই টাকা জমা দিতে পারেনি। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক টাকা দিতে ব্যর্থ ছাত্রছাত্রীদের এক ঘরে আটকে বেদম মারপিট শুরু করেন। তার মারধরে অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি অভিভাবকরা জানার পর শিক্ষার্থী ও আভিভাবকরা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কছে গিয়ে লিখিত অভিযোগ করেন এবং সহকারী শিক্ষক এনামুল হকের বিচার দাবি করেন। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাব্বিকুল ইসলাম শিক্ষার্থীদের প্রার্থমিক চিকিৎসা দেন।
আহত শিক্ষার্থী আবু সাইদের বাবা আবদুস সাত্তার বলেন, ঘটনাটি চরম অমানবিক। বাচ্চা ছেলেমেয়েদের এমনভাবে পেটানো হয়ে যে তাদের শরীর রক্তাক্ত জখম হয়েছে। ওই শিক্ষকের বিচার দাবি করছি আমরা। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, শিক্ষকের পিটুনিতে প্রায় ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে আমার কাছে এসে অভিযোগ করেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। দোষী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অভিযুক্ত সহকারী শিক্ষক এনামুল হক বলেন, আগামী শনিবার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড পরীক্ষার আয়োজন করা হয়েছে। এজন্য বিদ্যালয়ের প্রতিজন শিক্ষার্থীর কাছ থেকে ১০ টাকা করে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে টাকার জন্য তাদের মারা হয়নি। দুষ্টুমি করার জন্য একটু শাসন করা হয়েছে।