হরিণাকুণ্ডুতে ইভটিজিঙের আভিযোগে দু ছাত্রকে জরিমানা

 

হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুতে ইভটিজিঙের অভিযোগে দু ছাত্রকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান ইভটিজিঙের দায়ে অভিযুক্ত দু ছাত্র জুয়েল ও জিহাদকে দু হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। জুয়েল সরকারি লালন শাহ কলেজের প্রথমবর্ষের এবং জিহাদ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।