আলমডাঙ্গার ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো নতিডাঙ্গার জেএসসি পরীক্ষার্থী বন্যা : পিতাকে জরিমানা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে নতিডাঙ্গা গ্রামের স্কুলছাত্রী জেএসসি পরীক্ষার্থী বন্যা। বন্যার পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল আলম।

জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের দোলোয়ারের মেয়ে স্থানীয় স্কুলের জেএসসি পরিক্ষার্থী বন্যার (১৩) সাথে একই উপজেলার নাগোহ গ্রামের মিন্টুর ছেলে সাদ্দামের (২১) বিয়ের দিন ছিলো গতকাল মঙ্গলবার। গতকাল দুপুরে সংবাদ আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ও মুন্সিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। বিয়ে বন্ধ করে দেন। বন্যার পিতা দেলোয়ারকে আটক করে থানায় নেয়া হয়। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিয়ে আয়োজনের অপরাধে দেলোয়ারের ১ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা নগদ আদায় করা হয়।