মেহেরপুর অফিস: সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মোহনা টিভির জন্মদিন। কর্মসূচির মধ্যে ছিল ৱ্যালি, আলোচনাসভা ও জন্মদিনের কেক কাটা। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর প্রেসক্লাব চত্বর থেকে মোহনা টিভির মেহেরপুর প্রতিনিধি আবু আক্তারের নেতৃত্বে বের করা হয় একটি বর্ণাঢ্য ৱ্যালি। ৱ্যালিটি শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব গিয়ে শেষ হয়। এরপর সেখানে মোহনা টিভির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলায় কর্মরত ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকবৃন্দ। পরে আলোচনাসভায় বক্তারা মোহনা টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনাসহ শুভেচ্ছা জানান।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনী দর্শক ফোরামের উদ্যোগে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকালে গাংনী প্রেসক্লাবের সামনে থেকে মোহনা টিভি গাংনী উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মাহবুবের নেতৃত্বে ৱ্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। সভাপতিত্ব করেন গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী। প্রেসক্লাব সাবেক সম্পাদক মাজেদুল হক মানিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, বিশিষ্ট কথা সাহিত্যিক ও ছড়াকার রফিকুর রশিদ রিজভী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিক, উপজেলা যুবলীগ সভাপতি শফি কামাল পলাশ ও আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর দর্শক ফোরামের উদ্যোগে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে মোহনা টিভি মুজিবনগর উপজেলা প্রতিনিধি শেখ শফিউদ্দীনের নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। সেখানে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডল। বক্তব্য রাখেন- মুজিবনগর দর্শক ফোরামের সভাপতি ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, শিক্ষা অফিসার আফিলউদ্দীন, কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে মোহনা টিভির শুভ কামনা করেন।