দ. কোরিয়ার ফেরি ক্যাপ্টেনের ৩৬ বছরের কারাদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবে ৩০০শরও বেশি যাত্রী নিহত হওয়ার ঘটনায় অবহেলাজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে ৩৬ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ফেরিটির ক্যাপ্টেন। গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার একটি আদালত এ শাস্তি ঘোষণা করেন। তবে ক্যাপ্টেনের বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ থেকে নিষ্কৃতি দেয়া হয়। দুজন আহত সহকর্মী ক্রু’কে সহায়তা না করায় ফেরিটির প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৩০ বছর কারাবাসের সাজা দেয়া হয়েছে। অবকাশযাপন দ্বীপ জেজুতে যাওয়ার সময় অতিরিক্ত মালবোঝাই ফেরিটি একটি মোড় ঘোরার সময় ৪শরও বেশি যাত্রী নিয়ে সাগরে ডুবে যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলো স্কুলের কিশোর বয়সী ছাত্র। ভিডিওফুটেজে দেখা যায়, ক্রুরা যাত্রীদের নিজ নিজ কেবিনে অবস্থানের পরামর্শ দিয়ে নিজেরা জাহাজ ছেড়ে যাচ্ছেন। এ বিষয়টি দক্ষিণ কোরিয়াজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম হয় এবং দোষীদের কঠোর শাস্তির দাবি ওঠে।

Leave a comment