কেরুজ বর্জ্যপানিতে এলাকা দূষিত

 

দর্শনা অফিস: ঐতিহ্যবাহী কেরুজ চিনিকল প্রতিষ্ঠার বয়স প্রায় ৮০ বছর। চিনিকল প্রতিষ্ঠাকালে বর্জ্যপানি নিষ্কাশনের জন্য স্থাপন করা হয় পাইপ। চিনিকল থেকে মাথাভাঙ্গা নদীতে এ বর্জ্যপানি নিষ্কাশন করা হচ্ছে শুরু থেকেই। অভিযোগ উঠেছে, মিলটি বয়সের ভারে নুয়ে পড়ার সাথে সাথে অনেক কিছুই হয়ে পড়েছে অকেজো। এর মধ্যে বর্জ্য পানি নিষ্কাশনের পাইপ পুরোপুরি অকেজো অবস্থায় পরিণত হয়েছে। প্রায় শোনা যায় বিভিন্ন স্থানে পাইপ ভেঙে বের হচ্ছে দূষিত পানি। গত কয়েকদিন ধরে বিজিবি ক্যাম্পপাড়ায় পাইপ ভেঙে বের হচ্ছে মিলের বর্জ্য পানি। এ দুর্গন্ধ ছড়াচ্ছে গোটা এলাকা। দূষিত পানির গন্ধে মানুষ অতিষ্ঠ হচ্ছে। অনেকেই রোগক্রান্ত হচ্ছেন। পাইপটি দ্রুত মেরামতের জন্য কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আজিজুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।