রায় কার্যকর বিলম্বিত হবে

স্টাফ রিপোর্টার: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরে সময় লাগতে পারে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, রায় হবে দুটি। যিনি মৃত্যুদণ্ড দেননি তিনি আলাদা রায় দেবেন। যে কারণে রায় কার্যকর সময়সাপেক্ষ। গতকাল সুপ্রিমকোর্ট এলাকায় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জমানের মামলায় আপিল বিভাগ এখন পর্যন্ত কোন সংক্ষিপ্ত আদেশ দেননি। এতে আমি বুঝে নিচ্ছি, তারা পুরো রায়ই হয়তো দেবেন। তিনি বলেন, আমিতো আগাগোড়া যে কথা বলেছি, কাদের মোল্লার ব্যাপারে যে বলেছি… আমার বক্তব্য থেকে কোনো বিচ্যুতি হয়নি। টেলিভিশন টকে আমাদের বক্তব্যগুলোকে কেন ভুলভাবে উপস্থাপন করা হয়েছে? অ্যাটর্নি জেনারেল বলেন, কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা হলে সরকারের সিদ্ধান্তে দণ্ড কার্যকর হবে। সুতরাং সরকার যেভাবে সময় দেবে সেভাবেই তা কার্যকর হবে। আমি সময় বলেছি রিভিউ চলবে না। এখন আপিল বিভাগ যদি কাদের মোল্লার রিভিউয়ের রায়ে বলে, রিভিউ চলবে। তাহলে তখন বলা যাবে যে আমার বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, আসামিপক্ষ রিভিউয়ের আবেদন করলেও সেজন্য দণ্ড স্থগিত থাকবে না। আপিল বিভাগ স্থগিতাদেশ দেয়ার আগ পর্যন্ত দণ্ড কার্যকরের প্রক্রিয়া কারাকর্তৃপক্ষ চলমান রাখবে। কামারুজ্জামানের মামলায় সুপ্রিমকোর্টের রায়কে ন্যায়ভ্রষ্ট অভিহিত করে তার ছেলে হাসান ইকবালের দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য দম্ভোক্তি এবং শালীনতাবোধ বর্জিত। কামারুজ্জামানের ছেলে যে কথাগুলো সাংবাদিকদের কাছে বলেছেন, এসব বক্তব্য তার আইনজীবীরা পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে উপস্থাপন করেছেন। এসব বক্তব্য বিবেচনা করেই আদালত তার সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করেছেন। তিনি বলেন, বিশেষ করে ন্যায়ভ্রষ্ট কথাটা তাকে কে শিখিয়ে দিয়েছে আমি জানি না। এটার সম্পূর্ণ অর্থ জেনেই বলা উচিত। এ ধরনের বক্তব্য আদালত অবমাননাকর।