বিশ্বকাপে পুরস্কারের অর্থ বেড়েছে

মাথাভাঙ্গা মনিটর: ক্রিকেট বিশ্বকাপে পুরস্কারের অর্থ বেড়েছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে আগামী বিশ্বকাপে মোট ১ কোটি ডলার পুরস্কার দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গতকাল সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে জানায়, ২০১১ বিশ্বকাপের পুরস্কারের চেয়ে এবারের পুরস্কারের অর্থ প্রায় ২০ শতাংশ বাড়ছে। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর। প্রতিযোগিতার অপরাজিত চ্যাম্পিয়ন পাবে ৪০ লাখ ২০ হাজার ডলার। এক ম্যাচ হেরে শিরোপা জেতা দল পাবে ৩৯ লাখ ৭৫ হাজার ডলার।
রানারআপ দল পাবে ১৭ লাখ ৫০ হাজার ডলার। সেমিফাইনালে হারা দুই দল পাবে ৬ লাখ ডলার করে। কোয়ার্টার-ফাইনালে হারা চার দল পাবে ৩ লাখ ডলার করে। গ্রুপে পর্বে প্রতিটি জয়ের জন্য পাওয়া যাবে ৪৫ হাজার ডলার। গ্রুপ পর্বে বাদ পড়া ৬ দল পাবে ৩৫ হাজার ডলার করে।
বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় হওয়া ২০১১ বিশ্বকাপে ৮০ লাখ ১০ হাজার ডলার পুরস্কার দিয়েছিলো আইসিসি। বিশ্বকাপের ৪৯টি ম্যাচেই আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশ্বকাপে কেবল ‘নক-আউট’ ম্যাচগুলোতে রিজার্ভ ডে থাকবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনো রিজার্ভ ডে থাকবে না। নকআউট পর্বের ম্যাচে কোনো সুপার ওভার থাকবে না। কোয়ার্টার-ফাইনাল ও সেমিফাইনালে কোনো ম্যাচ টাই হলে গ্রুপ পর্বে ওপরে থাকা দলটি পরের পর্বে যাবে। ফাইনাল টাই হলে বা কোনো ফলাফল না হলে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।