১৭ হাজার পুলিশ নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে

 

স্টাফ রিপোর্টার: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ বাহিনীতে পর্যায়ক্রমে ৫০ হাজার সদস্য নিয়োগের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় ১৭ হাজার পুলিশ সদস্য নিয়োগের একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রস্তাব সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পুলিশ কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও এএসপি পদে ১৭ হাজার সদস্য নিয়োগ করার প্রস্তাব মাস দেড়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় কাজ শেষ করে সম্প্রতি সেই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবটি অনুমোদন করলে সেখান থেকে সেটি পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। সেখানে চূড়ান্ত হওয়ার পরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে।