নূর হোসেন দিবস আজ

স্টাফ রিপোর্টার: শহীদ নূর হোসেন দিবস আজ। এদিন স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকার প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন নূর হোসেন। এ সময় তার বুকে- পিঠে লেখা ছিলো ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’। নূর হোসেনের রক্তদানের মধ্যদিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র থেকে আরও তীব্র হয়। এরপর অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল ৭টায় রাজধানীর শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ ছাড়াও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এদিকে ১০ নভেম্বর শহীদ নূর হোসেনের আত্মাহুতি দিবসকে গণতন্ত্র দিবস দাবি করে গণমাধ্যমে গতকাল বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।