মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগ সম্পাদক মিলন আর নেই

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পুরাতন মদনাডাঙ্গা গ্রামের মওলা বক্সের ছেলে মিলন হোসেন (৩৭) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। তিনি আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য ছিলেন। তার মৃত্যুতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী ও মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানুসহ আওয়ামী লীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। মিলনকে শেষ বিদায় দিতে তার বাড়িতে যান অ্যাড. মিয়াজান আলী, আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উজলপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীসহ নেতৃবৃন্দ।

Leave a comment