ঝিনাইদহে ডিবি পুলিশের কাণ্ড : ২০৫ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক

২৫ বোতল দেখিয়ে নারী মাদকব্যবসায়ীর নামে মামলা!

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ডিবি পুলিশ ২০৫ বোতল ফেনিসিডিলসহ ৩ জনকে আটক করলেও ২৫ বোতল দেখিয়ে রোকেয়া বেগম নামের এক নারী মাদকব্যবসায়ীর নামে মামলা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গতকাল শনিবার দুপুরে ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান ও এএসআই মিঠুনের নেতৃত্বে একটি টহল দল ঝিনাইদহ-যশোর মহাসড়কের চুটলিয়া নামক স্থান থেকে ২০৫ বোতল ফেনসিডিল ও মোটরসাইকেলসহ ৩ মাদকব্যবসায়ীকে আটক করে। পরে ৮০ হাজার টাকার বিনিময়ে আপস-রফা করে কোটচাঁদপুরের সোহাগ। পরে দর্শনার এক মাদকব্যবসায়ীকে মোটরসাইকেলসহ ছেড়ে দেয়। দফা-রফা করার পর মাদকব্যবসায়ী সোহাগ সাংবাদিকদের জানান, ৮০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। এ সময় ২০৫ বোতলের স্থানে ২৫ বোতল ফেনসিডিল দেখিয়ে দর্শনার রোকেয়া বেগমকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।