মেক্সিকোর নিখোঁজ ৪৩ ছাত্রকে হত্যার পর পোড়ানো হয়

মাথাভাঙ্গা মনিটর: ছয় সপ্তা ধরে নিখোঁজ মেক্সিকোর ৪৩ ছাত্রকে হত্যার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত অপরাধীচক্রের সদস্যরা। গতকাল শনিবার মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা জেসাস মুরিল্লোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে একটি সংবাদমাধ্যম। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মুরিল্লো। মুরিল্লো বলেছেন, পুলিশ ওই ছাত্রদের তাদের হাতে তুলে দিয়েছিলো বলে অপরাধীচক্রের সন্দেহভাজন তিন সদস্য দাবি করেছেন। অপরাধীচক্রের সদস্যরা বলেছেন, ছাত্রদের তাদের হাতে তুলে দেয়ার পর কয়েকজন শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং বাকিদের তারা গুলি করে হত্যা করেন, এরপর সবার লাশ আগুনে পুড়িয়ে ফেলেন। ২৬ সেপ্টেম্বর মেক্সিকোর গুয়েরেরো প্রদেশের ইগুয়ালা শহরে পুলিশের সাথে সংঘর্ষের পর ওই ৪৩ ছাত্র নিখোঁজ হয়েছিলেন। ছাত্রদের নিখোঁজ হওয়ার সাথে যোগ থাকার কারণে সম্প্রতি গুয়েরেরো ইউনিদোস মাদকচক্রের ওই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। নিখোঁজ ছাত্রদের স্বজনেরা দাবি করেছেন, তারা বলে আসছিলেন যেখান থেকে ওই ছাত্ররা নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার কাছ বরাবর নদী থেকে ছয় ব্যাগ অজ্ঞাত মানুষজনের দেহাবশেষ পাওয়া গিয়েছিলো। মুরিল্লো বলেছেন, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দেহাবশেষগুলো নিখোঁজ ছাত্রদের কি-না তা বলা যাবে না।