বিশ্বে যেকোনো সময় পরমাণু যুদ্ধ হতে পারে

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বে যেকোনো সময় পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি। রাশিয়ার টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন আমেরিকার বিখ্যাত এ ভাষাবিজ্ঞানী। চমস্কি বলেন, বিশ্ব এর আগে কখনোই বিপজ্জনকভাবে পরমাণু যুদ্ধের এতো নিকটে চলে আসেনি। রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো আরেকটি শীতল যুদ্ধে জড়িয়ে পড়ায় বিশ্বে এ যুদ্ধ যেকোনো সময়ে বেঁধে যেতে পারে। চমস্কি বলেন, ন্যাটো যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছিলো তা বদলে গেছে এবং রুশ সীমান্তের নিকটবর্তী এলাকায় ন্যাটোর সম্প্রসারণ ঘটেছে। বিশ্বের সরকারগুলোর সামরিক ভারসাম্য বজায় রাখার বদলে ন্যাটো এখন বিশ্বের জ্বালানি ব্যবস্থার নিয়ন্ত্রণ দখল করতে চাচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, এর আগে বিশ্ব কখনোই পরমাণু যুদ্ধের এতো কাছাকাছি আসে নি এবং যারা এ যুদ্ধ শুরু করতে তারা সবাই এতে ধ্বংস হয়ে যাবে। পরমাণু যুদ্ধের হুমকি এখন আর কোনো ইতিহাসের বিষয় নয় বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে আমেরিকা জড়িয়ে পড়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে অচলাবস্থার আরো অবনতি ঘটেছে বলে জানান নোয়াম চমস্কি। ইরাকে আমেরিকার ভূমিকাকে হাতুড়ির আঘাতের সাথে তুলনা করেন তিনি।