শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ

 

মাথাভাঙ্গা মনিটর: বলিউডের দু তারকা কিং খান ও বিগ বস অমিতাভের মধ্যে বরাবরই খুব ভালো সম্পর্ক। কিন্তু সম্প্রতি শাহরুখের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ। এর কারণ অবশ্য তিনি নিজে নন। এ ক্ষমা চাওয়ার নেপথ্যে তার স্ত্রী জয়া বচ্চন। দিওয়ালিতে মুক্তি পেয়েছে শাহরুখের নতুন ছবি হ্যাপি নিউ ইয়ার। আর এ ছবিকেই অর্থহীন বলে মন্তব্য করেছেন জয়া বচ্চন। শুধু এখানেই থেমে থাকেননি তিনি, ছবিতে ছেলে অভিষেকের অভিনয় করা নিয়েও তাকে ভৎসনাও করেছেন। জয়া বচ্চনের এ মন্তব্য শোনার পর তৎক্ষণাৎ অমিতাভ শাহরুখের মোবাইলে একটি ম্যাসেজ করেন। অমিতাভ লিখেছেন, আমার স্ত্রীর এ মন্তব্যের জন্য আমি খুবই দুঃখিত। তার এ ব্যবহারে জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তবে কেন এরকম মন্তব্য কেন করলেন জয়া বচ্চন, তা নিয়ে বলিপাড়ায় কম জলঘোলা হচ্ছে না। কিন্তু সে যাই হোক না কেন তার মন্তব্যের জন্য শাহরুখসহ বলিউডের অনেকের কাছে লজ্জায় পড়তে হতে হয়েছে অমিতাভকে।