আবার পারমাণবিক চুল্লি চালু করবে জাপান

 

মাথাভাঙ্গা মনিটর: ২০১১ সালে ফুকুশিমায় দুর্ঘটনার পর সেন্দাই পরমাণু কেন্দ্রে প্রথমবারের মতো দুটি পারমাণবিক চুল্লি পুনরায় চালু করতে যাচ্ছে জাপান। জাপানের কাগোশিমার গভর্নরের অনুমোদন পাওয়ার পর এ ব্যাপারে শেষ বাধাটি দূর হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী বছর চুল্লি দুটি চালু হবে। খবর বিবিসির। কাগোশিমার গভর্নর ইআইচিরো ইতো গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, কর্তৃপক্ষ ব্যাপকভাবে বিভিন্ন পরিস্থিতি’ বিবেচনা করেছে। জাপানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এখনো আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন থাকায় সম্ভবত আগামী বছর চুল্লি দুটি চালু হবে বলে জানিয়েছে কায়ডো। ব্যাপক ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমায় দুর্ঘটনা হওয়ার আগ পর্যন্ত জাপানের প্রায় ত্রিশ শতাংশ বিদ্যুত পরমাণু থেকে উত্পন্ন হতো। ওই দুর্ঘটনার পর জাপানের জনমত পরমাণু বিদ্যুতের বিরুদ্ধে যাওয়ায় সব অর্থাৎ ৪৮টি পরমাণু কেন্দ্র বন্ধ করে দেয়া হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এগুলো পুনরায় চালু করতে তদবির চালিয়ে যাচ্ছেন। জন-অসন্তোষ সত্ত্বেও এ বছরের শুরুতে তিনি পরমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুত উত্পাদনের একটি পরিকল্পনার অনুমোদন দেন। তবে বাণিজ্যিক কেন্দ্রগুলো চালু করা হবে কি-না সেই চূড়ান্ত সিদ্ধান্তটি স্থানীয় কর্তৃপক্ষই নিয়ে থাকে।