খুলনায় পুলিশ পেটালো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার: পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে খুলনা মহানগরীর সরকারি ব্রজলাল কলেজে ছাত্রলীগ নেতাকর্মীর হাতে দু পুলিশ লাঞ্ছিত হওয়ার অভিযোগে মামলা হয়েছে। পুলিশের অভিযোগ, গতহকাল শুক্রবার আইন বিভাগের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা চলাকালে নকল সরবরাহে বাধা দেয়ায় ৮/১০ জন ছাত্রলীগ নেতাকর্মী এ হামলায় অংশ নেয়। দৌলতপুর থানার ওসি আবু মুছা খন্দকার জানান, সকাল ৯টায় সরকারি ব্রজলাল কলেজের বাণিজ্য ভবনের তৃতীয় তলায় এলএলএম শেষবর্ষের পরীক্ষা শুরু হয়। এর কিছু সময় পর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দাস ও আব্দুল্লাহসহ সংগঠনটির ৮/১০ জন নেতাকর্মী নকল সরবরাহ করার জন্য পরীক্ষার হলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাধা দিলে কর্তব্যরত এসআই আলমগীর হোসেন ও কনস্টেবল বিপ্লবকে কিল, ঘুষি ও চড়-থাপ্পড় মারেন তারা। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দর্প নারায়ণ সাহা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় লাঞ্ছিত এসআই আলমগীর হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উজ্জ্বল দাস ও আব্দুল্লাহর নাম উল্লেখ করাসহ অজ্ঞাত পরিচয় ৮/১০ জনকে আসামি করা হয়েছে।