জীবননগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মাহমুদ হাসান খান বাবু

নিজেদের সুসংগঠিত করে বিপ্লবে ঝাপিয়ে পড়তে হবে

 

জীবননগর ব্যুরো: জীবননগরে গতকাল শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জীবননগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ উপলক্ষে মিলাদ মাহফিল, ৱ্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। এদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্রের পথ সুগম হয়। কিন্তু বর্তমান সরকারের ফ্যাসিবাদী মনোভাবের কারণে গণতন্ত্রকে নস্যাৎ করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালিত হচ্ছে। অত্যাচারী জুলুমবাজ সরকারকে হটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। জুলুমবাজ এ সরকার ৫ জানুয়ারি প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ এ সরকারের বিদায় করতে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক কাতারে সামিল হতে হবে। কেন্দ্রীয় যুবদল নেতা বাবু খান বলেন, আজকের এদিনে আমাদের সুসংহত হতে হবে। এরপর দুর্বার আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী এ সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান খোকন, পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু। এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, সীমান্ত ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, হাসাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন সিদ্দিকী, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। ছাত্রদল নেতা সাইফুল ইসলামের পরিচালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা পৌর কাউন্সিলর নূর নবী শাহ, কাউন্সিলর কাজী নাসির ইকবাল ঠাণ্ডু, সাবেক কাউন্সিলর অব্দুর রশিদ, যুবদল নেতা কামরুল ইসলাম, মঈন উদ্দীন ময়েন, আজমত, ইক্তা, আলীম, মিনহাজ, আলফাজ, তালেব, আলতাব, মনির, হামিদ, সাইদুর, ছাত্রনেতা সরোয়ার, আনোয়ার, সুমন, রাসেল, জুয়েল, তরিকুল , বিপ্লব, নাজমুল, বাবু ইয়াসমিন, সাইদুর, লিটন প্রমুখ।

দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা বিএনপি আলোচনাসভার আয়োজন করে। গতকাল বেলা সাড়ে ৩টার দিকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি ১ নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু। প্রধান বক্তা ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপি সদস্য এম জেনারেল ইসলাম, রউফুন নাহার রীনা, সিরাজুল ইসলাম মনি, হাজি রবিউল ইসলাম বাবলু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বিএনপির দু পক্ষ পৃথক পৃথকভাবে কর্মসূচির আয়োজন করে। দিনটি উপলক্ষে গতকাল আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি হাইরোডস্থ দলীয় কার্যালয় চত্বরে আলোচনাসভার আয়োজন করে। পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক কেন্দ্রীয় যুবদলের সদস্য এমদাদুল হক ডাবু, বিএনপি নেতা কামরুজ্জামান বকুল, মতিয়ার রহমান, আলম শাহ, চেয়ারম্যান হাসানুজ্জামান, আব্দুর রশিদ হ্যাবা, শেরেকুল ইসলাম, মাহাবুল মেম্বার, হারুন-অর রশিদ, মিল্টন মল্লিক, হাফিজুর রহমান চমক, জিল্লুর রহমান অল্টু, মামুনুর রশিদ, আমিনুল ইসলাম ঝন্টু, মিজানুর রহমান, আনিচুর রহমান, ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাগরিবুর রহমান, ইকতেখার, প্রিন্স মাহামুদ, কুরবান আলী, মিন্টু, ওয়াদুদ, রফিকুল, তাহের, বিল্লাল, জাহাঙ্গির, শাফি, কালাম, আতিয়ার, ছাত্রদল নেতা, আলা, আকাশ, জাহিদ, কাজল, সজল, আমজাদ, আমিরুল, আকুল, আলিহিম, আতিয়ার, রাসেল, জলিল, লালু প্রমুখ।

অপরদিকে আলমডাঙ্গা উপজেলা বিএনপির অপরাংশের হাজিমোড়স্থ দলীয় অফিসের পাশে চাতালে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় উপজেলা বিএনপির সহসভাপতি কৃষকদলের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য পৌর মেয়র মীর মহি উদ্দিন। প্রধান বক্তা ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মীর ইসমাঈল, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, রেজাউল হক, আ. বাজ্জাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিনুল হক, মাসুদ পারভেজ। জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মহির উদ্দিন, মফিজ উদ্দিন, জহুরুল, বজলু, ফজলু মেম্বর, নেকবার আলী, আলমগীর, মইনউদ্দিন,জাহাঙ্গীর, আলম, মুকুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, গোলাম হোসেন, মুকুল, ওহিদুল ইসলাম বাবু, শোয়েব, সুন্নত, মীর উজ্জল, মুন্না, পৌর যুবদলের ফারুক, রোকনুজ্জামান, সোহাগ, জিগালা, শরিফুল, শফিকুল আজম ডালিম, ছাত্রদলের সৈয়দ লিমন, শওকত ওসমান, রানা, রহিদ, সজীব, শাহাবুল, মামুন, শান্ত, রুবেল, রোকন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নম্ভেবর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক-জনতা রাজপথে নেমে এসেছিলো জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয়ে। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে।

দর্শনা অফিস জানিয়েছে, দিবসটি যথাযথ মর্যাদার সাথে পালন করেছে দর্শনা পৌর বিএনপি। গতকাল সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট। প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগ নেতা মাহমুদ হাসান খান বাবু। আলোচনা করেন- দর্শনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম, বিএনপি নেতা আজিজুল হক, আ. মোমিন, আমিনুল ইসলাম, আবুল হাসেম, মালেক মণ্ডল, আ. হান্নান, আসাদুল, ফারুক আহেম্মদ, ফরমান, ইমারত, লুতফর, জালাল, নুরু, নাজিম, সাঈদ, আপু, ছাত্রদল নেতা হাসু, মুন্না, টুটুল, সুমন, রাসেল, আকাশ প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, বিএনপির ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা উপজেলার ভাটই বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করাকালে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা জিয়া পরিষদের আহ্বায়ক প্রভাষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম ও ছাত্রনেতা আশরাফুল ইসলাম পিন্টু। এদিকে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন, জিন্নাতুল হক ও আনিসুর রহমান।