আবারও জেলায় জেলায় ফুটবল লিগ চালু করা হবে

ঝিনাইদহের হাটগোপালপুরে ফুটবলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার

 

ঝিনাইদহ অফিস: আবারও সারাদেশে জেলায় জেলায় ফুটবল লিগ চালু করা হবে। এজন্য ফুটবল ফেডারেশন কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বতর্মান সরকার যুদ্ধপরাধীদের বিচারে কোনো আপস করতে রাজি নয়। আইনের ভিত্তিতে তাদের শাস্তি দেয়া হবে। আজ বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর রাইচরন তারিনীচরন কলেজ মাঠে ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের হাটগোপালপুরে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় রাইচরণ তারিনীচরন কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার পদ্মাকর ইউনিয়ন পরিষদ এ খেলার আয়োজন করে। এ ফাইনাল খেলায় স্থানীয় লৌহজঙ্গা ফুটবল একাদশ ও মাগুরা জেলার দারিয়াপুর ফুটবল একাদশ অংশ গ্রহন করে। খেলায় দারিয়াপুর ফুটবল একাদশ ১-০ গোলে লৌহজঙ্গা ফুটবল একাদশকে পরাজিত করে। এ খেলায় শুভ উদ্ভোধন ও প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ বরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার এমপি। বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজিব আলম সিদ্দীকি সমি, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান, পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, যুবলীগ নেতা মনির হোসেন মুকুল সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ বিশ্বাস। ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য দুই জেলার হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।