চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল বুধবার চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমীতে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পার্টির চেয়্যারম্যানের পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়। প্রধান অতিথি পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের লিখিত বক্তব্য পাঠ করে শোনান। এরশাদের লিখিত বক্তব্য হলো- ‘আজ আমি জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছি। এখন আমার নিজের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। শুধু দেশ-জাতি ও আপনাদের প্রিয় সংগঠন জাতীয়পার্টির জন্য পিছু দিতে চাই। আমার আশা পূরণের একমাত্র মাধ্যম হচ্ছে এই জাতীয় পার্টি। আমি যদি এক শক্তিশালী জাতীয়পার্টি রেখে যেতে পারি তাহলে আপনারাই দেশ ও জাতির ভাগ্য উন্নয়ন করতে পারবেন। আর এ সংগঠনের মাধ্যমে আমিও লাভ করবো অমরত্ব। সকলের প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনারা নিবেদিতভাবে কাজ করে জাতীয় পার্টিকে দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত করুন। আপনারা আমাকে শক্তিশালী সংগঠন উপহার দিন। আমি আপনাদের ক্ষমতায় পৌঁছে দেবো। আর জাতীয়পার্টি ক্ষমতায় গেলে দেশে আবার শান্তি-সমৃদ্ধি-স্থিতিশীলতা উন্নয়ন-অগ্রগতি ফিরে আসবে। দেশের সাধারণ মানুষের ভাষা আমি জানি ও বুঝি। তারা পরিবর্তন চায় শান্তির জন্য। দেশে বিরাজমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তির জন্য। পরিবর্তন চায় নতুন এক বাংলাদেশ গড়ার জন্য। সেই পরিবর্তন আসতে পারে একমাত্র জাতীয়পার্টির মাধ্যমে। সেই প্রত্যাশা পূরণের দায়িত্ব জাতীয়পার্টির নেতাকর্মীদের।’

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়্যারম্যান সাবেক প্রতিমন্ত্রী কোরবান আলী, কেন্দ্রীয় ভাইস চেয়্যারম্যান মাহবুবুল আলম বাচ্চু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. এম হারুন অর রশীদ ও চুয়াডাঙ্গা জেলা জাতীয়পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অ্যাড. রফিউর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় যুবসংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আজাদ সোনা, জাতীয় যুব সংহতি চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদ সরকার, জাতীয় যুবসংহতি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেএম জাহীদ, জাতীয় যুব সংহতি কুষ্টিয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. লিটু, চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি জাতীয় পার্টি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, সাধারণ সম্পাদক জাকির হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, দামুড়হুদা উপজেলা জাতীয়পার্টির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসন, চুয়াডাঙ্গা পৌর জাতীয়পার্টির সভাপতি দেলোয়ার উদ্দীন জোয়ার্দ্দার দুলু, সাধারণ সম্পাদক জাহীদ হোসেন জোয়ার্দ্দার, আলমডাঙ্গা পৌর জাতীয়পার্টির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এম আলম, জাতীয় যুব সংহতি চুয়াডাঙ্গা জেলা কমিটি নেতা সোহাগ বিশ্বাস, জহির উদ্দীন সুরুজ, রোকনুজ্জামান লাবলু প্রমুখ। জাতীয় ছাত্রসমাজ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ সোহাগ, জাতীয় ছাত্রসমাজ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি বিপ্লব হোসেন, সাদেকুর রহমান সবুজ, মাহাবুল ইসলাম, গোলাম মেহেদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সৈনিকপার্টির চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অ্যাড. সোহরাব হোসেনকে সভাপতি ও অ্যাড. রফিউর রহমানকে সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত করে জাতীয় পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়।