৫ ও ৬ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছালো

স্টাফ রিপোর্টার: জামায়াতের টানা হরতালের কারণে এ বছর অনুষ্ঠিতব্য জেএসসি ও জিডিসি পরীক্ষা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। প্রথম চারটি পরীক্ষাই পিছিয়ে গেলো। জামায়াতের নেতা মীর কাসেম আলীর ট্রাইব্যুনালের রায় ও কামারুজ্জামানে আপিল বিভাগের রায়ে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ৫ ও ৬ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছে। ৫ নভেম্বরের পরীক্ষা ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের পরীক্ষা ২০ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এর আগে ২ নভেম্বর জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষা ছিলো। এ পরীক্ষা এখন ৭ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে। ৩ নভেম্বর জেএসসিতে বাংলা দ্বিতীয়পত্র এবং জেডিসিতে আত-তাওহিদ ওয়াল ফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিলো। ১৪ নভেম্বর জেএসসির বাংলা দ্বিতীয়পত্র (৫০ নম্বর) পরীক্ষাটি ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। অন্য পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে। উল্লেখ্য, এবার দেশের দু হাজার ৫২৫টি কেন্দ্রে জেএসসি-জেডিসিতে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের জেএসসি-জেডিসির কয়েকটি পরীক্ষাও বিএনপি-জামায়াতের হরতালের কারণে পিছিয়ে যায়।