নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই : কেউ কোনো ঘটনা ঘটালে তাকেই তার দায় বহন করতে হবে

চুয়াডাঙ্গা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার ঘটনাকে নিন্দনীয় ও ন্যাক্কারজনক বলে পুনঃমন্তব্য করে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন- হুমকি, হামলা, হঠকারীদের কেউ প্রশ্রয় পায়নি, পাবে না। আমরা যেহেতু স্বাধীনতাবিরোধী চক্রান্তমুক্ত স্বচ্ছ সমাজ গঠনের সংগ্রাম করে যাচ্ছি, সেহেতু সাংবাদিকদের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিচ্ছিন্নভাবে কেউ কোনো ঘটনা ঘটালে তাকেই তার দায়-দায়িত্ব বহন করতে হবে। তাকেই তার খেসারত দিতে হবে।

গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব নেতৃবৃন্দ তথা কার্যকরী পরিষদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করে বলেন, সাংবাদিকদের সাথে পূর্বেও ছিলাম, এখনও আছি। সুন্দর সমাজ গঠনের প্রশ্নে আগামীতেও থাকবো। যেকোনো বিষয়ে যেকোনো সময়ে সাংবাদিকদের জন্য আমার দরজা খোলা। প্রেসক্লাবে কেউ হামলা করবে, হামলার ষড়যন্ত্র করবে, চোখ রাঙাবে- আর আমরা বসে থাকবো? বেশ কিছু ব্যক্তির সাথে কথা বলে মনে হয়েছে, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা বিচ্ছিন্ন ঘটনা হলেও আড়ালে সুক্ষ্ম ষড়যন্ত্রের সন্দেহ অমূলক নয়। ঘটনার আড়ালে কিছু ঘটনা থাকে। ষড়যন্ত্র থাকলে তারা নির্বোধকে কাজে লাগিয়েছে। নির্বোধ না হলে কেউ প্রেসক্লাবে হামলা চালায়? সাংবাদিকদের ওপর চড়াও হয়? হামলাকারীদের দায়িত্ব দল নেয়নি, নেবে না।

প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল উপস্থিত ছিলেন। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি জেড আলম, সহসাধারণ সম্পাদক রফিক রহমান, অর্থসম্পাদক বিপুল আশরাফ, দফতর সম্পাদক আব্দুস সালাম, ক্রীড়া সম্পাদক রাশেদ রাজন, কার্যকরী সদস্য নাসির উদ্দীন, রাজিব হাসান কচি, শাহ আলম সনি, মরিয়ম শেলী, জামান আখতার ও সাংবাদিক সমিতির সভাপতি অ্যাড. এসএম শরীফ উদ্দীন হাসু উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ নেন। এ সময় চুয়াডাঙ্গার চিকিৎসা ব্যবস্থার হালচিত্র যেমন উঠে আসে, তেমনই আলোচনায় গুরুত্ব পায় প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মাণ প্রসঙ্গ। প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন ক্লাবের সাধারণ সদস্যবৃন্দের প্রত্যাশাও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেন। যদিও মতবিনিময়সভা একপর্যায়ে মুক্ত আলোচনায় রূপ নেয়। জাতীয় সংসদের হুইপ ক্লাবের তিনতলা পরিদর্শন করেন। তিনি তিনতলা নির্মাণকাজ দ্রুত ত্বরান্বিত করার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়ে বলেন, আন্তরিক ইচ্ছেই ত্রুটি থাকবে না।

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে গত ২৩ অক্টোবর দুপুরে নগ্ন বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। হামলায় পার্টিশন গ্লাস, ৫টি মোটরসাইকেল, কমপক্ষে ২৩টি চেয়ার, দুটি টেবিল, একটি ডিসপ্লে বোর্ড ভাঙচুর করা হয়। ৪ জন সাংবাদিককে শারীরিকভাবে আহতও করে হামলাকারীরা। ঘটনার সময় হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি শারীরিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গে ছিলেন। গত ৩১ অক্টোবর শুক্রবার দেশের মাটিতে পা দিয়ে বাড়ি ফেরার আগেই তিনি প্রেসক্লাব পরিদর্শন করেন। হামলায় ক্ষতবিক্ষত চেহারা দেখেন। হামলার শিকার সাংবাদিকদের নিকট থেকে ঘটনার বর্ণনা শোনেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশনা দেন। এর দু দিনের মাথায় গতকাল সোমবার বিকেলে তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হয়ে খোলামেলা আলোচনা করেন। সাংবাদিকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করার পাশাপাশি তিনি চুয়াডাঙ্গার উন্নয়ন প্রশ্নে সমস্যাসমূহ পত্রপত্রিকায় তুলে ধরারও আহ্বান জানান। মতবিনিময় শেষে হুইপ প্রেসক্লাব সংলগ্ন সাব রেজিস্ট্রারের অফিস পরিদর্শন করেন। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

Leave a comment