তামিমের দৃঢ়তায় বাংলাদেশের দিন

স্টাফ রিপোর্টার: মিরপুর টেস্টের ব্যর্থতা পেছনে ফেলে খুলনায় ঘুরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার দৃঢ়তা ভরা ব্যাটিঙে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবারের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তামিম ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রানে ব্যাট করছেন। উইকেটে টিকে থাকতে তামিম খেলেছেন ২৫০ বল। খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তামিম ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রানে ব্যাট করছেন। উইকেটে টিকে থাকতে তামিম খেলেছেন ২৫০ বল। মিরপুর টেস্টে দুই ইনিংসে ৫ ও শূন্য রান করা তামিম এবার হতাশ করেছেন জিম্বাবুয়েকে। ১৭তম অর্ধশতক পাওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান ব্যক্তিগত ৫৮ রানে রেগিস চাকাবভাকে একটি সুযোগ দিয়েছিলেন। ম্যালকম ওয়ালারের বলে তামিমের ব্যাট ছুঁয়ে আসা ক্যাচটি গ্লাভসবন্দি করতে পারেননি জিম্বাবুয়ের উইকেটরক্ষক। বাংলাদেশ: ১৯৩/৩ (তামিম ৭৪*, শামসুর ২, মুমিনুল ৩৫, মাহমুদুল্লাহ ৫৬, সাকিব ১৩*; পানিয়াঙ্গারা ২/২৯, চিগুম্বুরা ১/৩২)।