পুরুষদের ভলিবল খেলা দেখার চেষ্টায় ইরানি নারীর কারাদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: পুরুষদের ভলিবল খেলা দেখার চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়ে এক বছরের কারাদণ্ডের সাজা পেয়েছেন ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নারী। রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগে ২৫ বছর বয়সী গনচেহ গাভামীকে এ সাজা দেন তেহরানের একটি আদালত। তার আইনজীবী একথা জানিয়েছেন। ২০ জুন আজাদী স্টেডিয়াম থেকে গ্রেফতার করা হয় গাভামীকে। নারীদের ইরান ও ইতালির মধ্যে অনুষ্ঠিত ভলিবল ম্যাচ দেখতে অনুমতি দেয়ার দাবি নিয়ে গাভামীসহ অন্যরা ওই স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন। ইরান ২০১২ সালে নারীদের ভলিবল খেলা নিষিদ্ধ করেছে। পুরুষদের ফুটবল, ভলিবল খেলা দেখার ব্যাপারেও নারীদের ওপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে। পুরুষ ভক্তদের আপত্তিকর আচরণ থেকে নারীদের সুরক্ষার যুক্তিতে ইরান কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা জারি করে। গাভামী এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয়ায় তাকে গ্রেফতার করে বিচার করা হয়।