খবর : (সারাদেশে স্মরণকালের ভয়াবহ বিদ্যুত বিপর্যয়)
বিদ্যুত যায় মামার বাড়ি
বেড়াতে রোজ রোজ,
নানার বাড়ি দাদার ঘরে
করছে ভুরি ভোজ।
বিদ্যুত যায় শ্বশুর বাড়ি
বাসর ঘরে থাকে,
সুযোগ বুঝে ঘা দিয়ে যায়
নিজেই নিচের ঢাকে।
কী আর কবো ওর গায়ে তো
হাজার হাজার খুঁত,
সারা জীবন হয় না ভালো
বেবুদা বিদ্যুত!
-আহাদ আলী মোল্লা