অস্ট্রেলিয়াকে নিয়ে খেললো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: আবু ধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলার আর ব্যাটসম্যানদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছে পাকিস্তানের ক্রিকেটাররা। চতুর্থ দিন শেষে ম্যাচ জয়ের প্রান্তে চলে গেছে স্বাগতিকরা। গতকাল রোববার দিনের প্রথমভাগে ইনিংস ঘোষণা না করে অস্ট্রেলিয়ার বোলারদের পিটিয়ে বেশ কয়েকটি রেকর্ড গড়েন মিসবাহ-উল হক আর আজাহার আলী। আর শেষ ভাগে বল হাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নাচান বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর। চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ৩৮ ও মিচেল মার্শ ২৬ রান নিয়ে উইকেটে আছেন। বাবর ৬৫ রানে নিয়েছেন ৩ উইকেট। আউট হয়ে গেছেন ক্রিস রজার্স (২), ডেভিড ওয়ার্নার (৫৮), ম্যাক্সওয়েল (৪) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (৫)। ম্যাচ বাঁচাতে হলে ৬ উইকেট নিয়ে পুরো দিন ব্যাট করতে হবে সফরকারী অস্ট্রেলিয়াকে। আর জিততে হলে করতে হবে আরো ৪৬০ রান। শেখ জায়েদ স্টেডিয়ামে ২ উইকেটে ৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। প্রথম ইনিংসে দ্বিশতক করা ইউনুস আউট হয়ে ফেরেন ৪৬ রান করে। এরপর উইকেটে এসেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের অধিনায়ক। স্টিভেন স্মিথের একটি ফুলটস বলে চার মেরে শুরু করেন মিসবাহ। দ্বিতীয় বলেই অবশ্য আউট হতে পারতেন তিনি। তবে কভারে ওঠা ক্যাচটি নিতে পারেননি পিটার সিডল। ‘জীবন’ পেয়ে যেন আরো মারমুখী হয়ে ওঠেন মিসবাহ। স্মিথের পরের ওভারে ৩টি ছয় ও একটি চার মারেন তিনি। মিসবাহ যেন এই সিরিজে স্মিথের বলে দুবার আউট হওয়ার শোধ তুলছিলেন! ২৪ মিনিট ক্রিজে থেকে ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন মিসবাহ। বল ও সময়- দুই হিসেবেই এটি টেস্টের দ্রুততম অর্ধশতক। মিসবাহর রেকর্ডে ৩ উইকেটে ২১০ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় পাকিস্তান। ফিরে এসেও সমান তালে খেলতে থাকেন মিসবাহ। এরপর ৫৬ বলে শতক করে ভিভ রিচার্ডসের করা টেস্ট ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডের ভাগিদার হন পাকিস্তানের অধিনায়ক। শতকটি মিসবাহ সাজান ১১টি চার ও ৫টি ছয়ে। ১৭৪ বলে ৬টি চারে আজহার ১০০ রান করার পরই কেবল ৩ উইকেটে ২৯৩ রান তোলা পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ততক্ষণে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়ায় ৬০৩ রানের বিশাল লক্ষ্য। মিসবাহর মতোই প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শতক পেলেন আজহার আলী।