লড়ছে যুব লড়বেই সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই স্লোগান নিয়ে চুয়াডাঙ্গা ঝিনাইদহসহ সারা দেশে জাতীয় যুবদিবস পালন

 

স্টাফ রিপোর্টার: ‘লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস-২০১৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার রশীদুল হাসান ও জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় যুবদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহমেদ, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি দীন মোহাম্মদ, আবেদ উদ-দৌলা টিটন, ক্রেডিট সুপার ভাইজার সেলিম উদ্দিন, আব্দুল মতিন প্রমুখ। প্রশিক্ষিত যুবদের মধ্য থেকে বক্তব্য রাখেন আব্দুল হালিম ভূট্টু, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, আব্দুল মমিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদর্শ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কলিম উদ্দিন।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির ও সাংবাদিক সালাউদ্দীন কাজল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবউন্নয়ন অফিসার আবু মো. হাছানুল আজিজ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জাতীয় যুবদিবস উপলক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতা, ঋণের চেক প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী। বক্তব্য রাখেন- যুবর এডি ফিরোজ আহম্মেদ, দিলারা খাতুন, জান্নাতুল ফেরদৌস, মীর দানিয়াল হোসেন প্রমুখ।

কালীগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় যুবদিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য যুব ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ অডিটোরিয়ামের সামনে শেষ হয়। সেখানে আলোচনাসভা, যুব ঋণের চেক ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, যুবউন্নয়ন অধিদপ্তরের যুব উন্নয়ন অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় যুবদিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পুরাতন হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে আলমডাঙ্গায় ৪৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পুরাতন হলরুম থেকে সমবায় ৱ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুবদিবস ও জাতীয় সমবায় দিবসের ওই আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, নির্বাচন অফিসার এজিএম মোস্তাফা ফেরদৌস, বিআরডিবির চেয়ারম্যান মুহিদুল ইসলাম মহিদ, প্রাণিসম্পদ অফিসার ডা. এএইচএম শামিমুজ্জামান। যুবউন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার আলাউদ্দিন ও সমবায় সমিতির সহপরিদর্শক আবু হাসেমের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা সমবায় সমিতির ভারপ্রাপ্ত অফিসার কাবিল হোসেন জোয়াদ্দার, প্রোগ্রাম অফিসার মোশারেফ হোসেন, সমবায় সমিতির পক্ষে বক্তব্য রাখেন- রমজান আলী, আবুল কাসেম। এছাড়াও যুবউন্নয়ন ও সমবায় সমিতির কর্মকর্তা উপস্থিত ছিলেন।