প্রয়োজনে লাগাতার হরতাল : মুজিব

 

স্টাফ রিপোর্টার: সরকার জামায়াত নেতৃবৃন্দকে খতম করার জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, হরতাল চলছে, সরকার যদি অন্যায়ভাবে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে আর কোন রায় প্রদান করে তাহলে আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে লাগাতার হরতাল দেয়া হবে। গতকাল শনিবার বিকেলে নাটোরে ২০ দলীয় জোটের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের এ নেতা বলেন, নির্যাতন আর মানুষ হত্যা করে ইসলামি আন্দোলনকে ধ্বংস করা যায় না। এ সময় তিনি বলেন, জেল, জুলুম আর মিছিলে গুলি চালিয়ে চলমান আন্দোলনকে সরকার দমন করতে পারবে না।

Leave a comment