বিশ্বকাপের লোগো উন্মোচন করলো রাশিয়া

Fifa-world-cup-400x200

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক স্পেস স্টেশনের আগেও লেগেছিলো ফুটবল বিশ্বকাপের ছোঁয়া। ব্রাজিল বিশ্বকাপকে সামনে রেখে সে সময় ফুটবল নিয়ে শূন্যে ভেসে নানা কারিকুরি দেখিয়েছিলেন নভোচারীরা। এবার এর চেয়েও বড় কিছুর জন্ম দিয়ে মহাজাগতিক ইতিহাসের সাক্ষী হলেন তিন রুশ নভোচারী। স্পেস স্টেশন থেকেই উন্মোচন করা হলো ২০১৮ রাশিয়া বিশ্বকাপের লোগো। এছাড়া লোগোটি মস্কোর বলশোই থিয়েটারে প্রজেক্টরের সাহায্যে বিশাল পর্দায় প্রদর্শনের সাথে সাথে একটি টিভি চ্যানেলেও এর সরাসরি সম্প্রচার করা হয়। সরাসরি সম্প্রচারের ওই টিভি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ইতালীয় ফুটবল কিংবদন্তি ফ্যাবিও ক্যানাভারো। এসময় ব্ল্যাটার বলেন, ‘লোগো উন্মোচন অনুষ্ঠানে রাশিয়ার মন ও মনন– দুই-ই উদ্ভাসিত হয়ে ফুটে উঠেছে।’ উল্লেখ্য, ২০১০ সালে অনুষ্ঠিত ড্র-তে ২০১৮ সালের বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করে রাশিয়া।