টিপ্পনী:

খবর : (আলমডাঙ্গার পোয়ামারীতে সরকারি জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ)

খাবল মেরে খাসনে তোরা
সরকারি খাসজমি,
দিনবদলের সময় এলে
করতে হবে বমি।

উগরে যদি সবই দিলে
খেয়ে কী লাভ সবাই মিলে
খাসনে শেষে ধরা,
সময় এলে বুঝবি শেষে
ওঠে কেমন খরা।

বাড়িসনেরে বাড়িসনে ভাই
পড়বে গোড়া কাটা,
সুযোগ এলে গরিব লোকও
মারবে মুখে ঝাঁটা।

-আহাদ আলী মোল্লা