বৈঠকের মাধ্যমে ৮ দিনের মাথায় ফেরত

দামুড়হুদার বড়বলদিয়া সীমান্তে ভারতীয় যুবক কর্তৃক বাংলাদেশের গৃহবধ ও শিশুপুত্র অপহরণ

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বড়বলদিয়ার এক গৃহবধূ ও দু বছরের শিশুপুত্রকে ফুঁসলিয়ে অপহরণ করেছে ভারতীয় তিন যুবক। গৃহবধূ সাগরী খাতুন ও শিশুপুত্র রাব্বী বিএসএফ’র হাতে আটক হয়। পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়েছে।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া শেখপাড়ার ঠাণ্ডু মিয়ার বিবাহিতা মেয়ে সাগরী খাতুন (২২) ও শিশুপুত্র রাব্বিকে (২) ফুঁসলিয়ে কাজ দেয়ার নাম করে বাংলাদেশের বড়বলদিয়া সীমান্তে ঘেঁষা চাপড়া থানার দিগম্বরপুর ইউনিয়নের মুসলিমপাড়ার হাসান আলীর ছেলে হাসিবুল (২৪), আবু তালেব মণ্ডলের ছেলে রিপন মিয়া (২০) ও নুর মণ্ডলের ছেলে মুরাদ আলী (২১)। গত ২০ অক্টোবর মুন্সিপুর সীমান্ত দিয়ে ফুঁসলিয়ে ভারতে নিয়ে কৌশলে অপহরণ করে। সেখানে কাদিপুর বিএসএফ’র হাতে ধরা পড়ে সাগরী খাতুন ও শিশুপুত্র রাব্বি। তাদেরকে রাখা হয় ভারতের চাপড়া থানার দিগম্বরপুর ইউপি সদস্য মুরাদ সিকদারের হেফাজতে। সাগরী ও শিশুপুত্র রাব্বিকে ফেরত পেতে বিএসএফকে পত্র দেয় বিজিবি। সেই পত্রে সাড়া দিয়ে বিএসএফ-বিজিবির মধ্যে অনুষ্ঠিত হয় পতাকা বৈঠক। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বড়বলদিয়া সীমান্তে ৫৭ মেন পিলারের কাছে এ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়। পরে বিজিবি সদস্যরা সাগরী খাতুন ও শিশুপুত্র রাব্বিকে তার পরিবারের সদস্যদের হাতে হস্তান্তর করে। এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নায়েক সুবেদার মসলেম আলী ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কাদিপুর কোম্পানি কমান্ডার এসি রাজ বল্লবসহ উভয় দেশের ৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল।

Leave a comment