স্টাফ রিপোর্টার: ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আগামী ১০ নভেম্বর থেকে দেশব্যাপি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সারাদেশে বিআরটি’র অফিসসমূহে সেবাগ্রহণকারীদের হয়রানি, দালাল ও প্রতারকদের দৌরাত্মা বন্ধে বিশেষ অভিযান পরিচালনারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার বিআরটিএ’র প্রধান কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা, সড়ক পরিবহন ও বিআরটি’র সার্বিক কার্যক্রম বিষয়ক এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জানানো হয়, বিদ্যমান মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর পরিবর্তে যুগোপযোগী সড়ক পরিবহন আইন ২০১৪ প্রণয়ন করা হচ্ছে। আইনের খসড়াটি আগামী ৩ মাসের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে। এর আগে মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় আরও পরীক্ষা-নিরীক্ষা করে আন্তঃমন্ত্রণালয় সভা এবং স্টেক-হোল্ডারদের সাথে আলোচনা করা হবে। প্রস্তাবিত খসড়ায় আইনভঙ্গকারী সড়ক পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা ও শাস্তির পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সভায় আরো জানানো হয়, নাটোরের বড়াইগ্রামে সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর গত ২৩ অক্টোবর ২০১৪ কল্যাণপুরে কেয়া পরিবহনের বাসডিপোতে বিআরটিএ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে কেয়া পরিবহনের ১৫টি ফিটনেসবিহীন গাড়ির জন্য প্রায় এক লাখ টাকা জরিমানা করা হয়। কেয়া পরিবহনের নির্বাহীকে দু মাসের কারাদণ্ড ও সাত হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হানিফ পরিবহনের বিরুদ্ধেও আইনানুগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।