খবর : (প্রেমিক-প্রেমিকা বিয়ে না করে এক সাথে বসবাস)
যুগ গিয়েছে পাল্টে এখন
লাগে না আর বিয়ে,
বাস করা যায় একই ঘরে
প্রেমিক সাথে নিয়ে।
বদলে গেলো পুরো সমাজ
ভাবছে বসে কাজি,
বিয়ে শাদি বন্ধ হলে
করবে কী কও মা-ঝি।
কান কাটা যায় নাক কাটা যায়
লজ্জাতে মুখ ঢাকি,
এই সমাজে হচ্ছে সবই
কী হতে আর বাকি?
-আহাদ আলী মোল্লা