ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এক যুবকের (৩০) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার জাড়গ্রামে নবগঙ্গা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার নাম পরিচয় জানা যায়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ পিপিএম জানান, জাড়গ্রামের ব্রিজের কাছ নদীতে কচুরিপানার ভেতর লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়। তবে মৃত দেহটি পচে গলে দুর্গন্ধ হয়ে গেছে। কীভাবে মৃত দেহটি এখানে এসেছে তাও জানা যায়নি। লুঙ্গি ও জ্যাকেট পরা ওই ব্যক্তিকে কয়েক দিন আগে হত্যার পর দুর্বৃত্তরা লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে জেলার মহেশপুর উপজেলার কাজিরবেড় গ্রাম থেকে সাদিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তিনি একই গ্রামের ওহিদুল ইসলামের ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াতক হোসেন জানান, গত মঙ্গলবার সকালে সামন্তা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন সাদিকুল ইসলাম। এ ব্যাপারে বৃহস্পতিবার সাদিকুলের পিতা ওহিদুল ইসলাম একটি সাধরাণ ডায়েরি করেন। এতে উল্লেখ করা হয় তার ছেলে সকলে মহেশপুরের সামন্তা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হন। এদিকে উদ্ধার হওয়া লাশটি সাদিকুলের কি-না তা শনাক্ত করার জন্য গতকাল শনিবার দুপুরে তার স্বজনরা মহেশপুর থেকে ঝিনাইদহে আসেন। হাসপাতালমর্গে লাশটি দেখে তারা জানান মৃত দেহটি সাদিকুলের নয়।