কালীগঞ্জে মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর থেকে নুর হোসেন শেখ (২৪) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ১০৪ বোতল ফেনসিডিল ও ৬০ লিটার বাংলামদ উদ্ধার করা হয়েছে। আটক নূর হোসেন শেখ কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের সলেমান শেখের ছেলে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প অধিনায়ক কুদরত-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার সকালে র‌্যাবের একটি দল কাশিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালায়। এ সময় ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল ও দর্শনার কেরু কোম্পানির তৈরি ৬০ লিটার বাংলামদসহ ওই মাদকব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ ব্যাপারে র‌্যাবের পক্ষে থেকে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।