জঙ্গি হতে পাড়ি জার্মানে আটক ৩ কিশোরী

মাথাভাঙ্গা মনিটর: মার্কিন মুলুক ছেড়ে সিরিয়া পালাতে  গিয়ে তিন কিশোরী জার্মানিতে আটক হয়েছে। এদের মধ্যে দু বোনের বড় জনের বয়স ১৭, ছোটজনের বয়স ১৫। জঙ্গি হতে বাসা থেকে পালিয়ে ২০০০ ডলার বের হয় তারা। জার্মানিতে তাদের আটক করলো এফবিআই। এফবিআই সূত্রে খবর, শুক্রবার ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে আটক করা হয় তিন কিশোরীকে। এফবিআই’র তত্ত্বাবধানেই ইতোমধ্যে তারা পৌঁছে গিয়েছে তাদের ডেনভারের বাড়িতে। সোমবারই স্থানীয় থানা থেকে মিসিং ডায়েরি তুলে নেয় কিশোরীদের দু পরিবার। ইব্রাহিমের মেয়ে জন্মসূত্রে সুদানীয়। আর অন্য দু বোন সোমালিয়ার। দুটি পরিবারই অবশ্য পাকাপাকি ভাবে ডেনভারের বাসিন্দা। কিশোর তো বটেই, আইএস-এর দলে নাম লেখানোর এ প্রবণতা ইদানিং ফ্রান্স, ডেনমার্ক, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বহু কিশোরীর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে।