আলমডাঙ্গা ব্যুরো: প্রেমিক-প্রেমিকা বিয়ে না করে একসাথে বেশ কিছুদিন বসবাস করার পর প্রতিবেশীদের সন্দেহে আটক হয়েছে। গতকাল শুক্রবার জিজ্ঞাসা করতেই বেরিয়ে এলো সত্য ঘটনা। বেশ কিছুদিন একত্রে বসবাস করা প্রেমিক জুটিকে উত্তমমাধ্যম শেষে ছেড়ে দেয়া হয়।
জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামের আ. মোমিনের ছেলে মজিবুল (২৩) প্রেম করে একই গ্রামের জিয়াউরের স্কুলপড়ুয়া মেয়ে জলিকে (১৫) প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার কথা বলে দীর্ঘদিন পালিয়ে এসে আলমডাঙ্গা বেলগাছি গ্রামে খালু মৃত আনছার আলীর বাড়িতে এসে থাকে। প্রতিবেশীরা তাদেরকে প্রথমে জিজ্ঞাসা করলে বলে আমরা স্বামী-স্ত্রী। স্বামী-স্ত্রী হিসেবে বসবাসে প্রতিবেশীদের সন্দেহ হলে গতকাল মজিবুল ও জলিকে তাদের বিয়ের কাগজ দেখাতে বলে। এ সময় তারা বিভিন্ন তালবাহানা করে তারা বলে আমরা এখনো বিয়ে করিনি। শেষমেষ সালিসে তাদেরকে উত্তমমধ্যম দিয়ে এলাকা থেকে বের করে দেয়া হয়।