গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টে করমদি একাদশ দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে। গতকাল শুক্রবার বাঁশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় করমদি ২-১ গোলে ধর্মচাকী একাদশকে পরাজিত করে।
খেলার শুরুতে ধর্মচাকীর পক্ষে রাসেল ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে করমদি একাদশের দর্পন একটি গোল করলে সমতা ফিরে আসে। খেলার শেষ দিকে সুমনের দেয়া গোলে জয় নিশ্চিত হয় করমদি একাদশের। নিজ গ্রাম করমদি একাদশের খেলা তাই দর্শক সারিতে বসে খেলোয়াড়দের উৎসাহ জুগিয়েছেন গাংনী উপজেলা চেয়ারম্যন মোরাদ আলী। এছাড়াও পূর্বের মতোই এলাকার অসংখ্য দর্শক খেলা উপভোগ করেন। খেলার সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন ইনামুল হক ও সাইফুল ইসলামসহ একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক। ২৭ অক্টোবর সোমবার কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলায় আমতৈল একাদশের মুখোমুখি হবে জোড়পুকুরিয়া একাদশ।