এসআইসহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীর চাঁদাবাজির মামলা

স্টাফ রিপোর্টার: চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বংশাল থানার এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। বংশালের হাজি আবদুল সরকার লেনের ব্যবসায়ী মো. মকবুল গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগ দায়ের করেন। বংশাল থানার এসআই মুরসিদ এবং কনস্টেবল মোয়াজ্জেম ও প্রদীপের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন তিনি। আর্জিতে বলা হয়, এসআই মুরসিদসহ তিন পুলিশ সদস্য গত ২০ অক্টোবর রাত সাড়ে ১০টায় মকবুলের ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ইয়াবা রাখার মামলা করাসহ পুরনো মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়া হয়। এই পরিস্থিতিতে মকবুল ওই তিন পুলিশকে সাড়ে তিন লাখ টাকা দিতে বাধ্য হন বলে আর্জিতে উল্লেখ করা হয়। ওই সময় আসামিরা তার কাছ থেকে জোর করে একটি সাদা কাগজে সই নিয়ে যায় বলেও মকবুল জানান। পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা ও ঘটনা অফিসের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে জানিয়ে প্রমাণ হিসেবে এসব ভিডিও টেপও আদালতে দাখিল করেছেন বাদী।

Leave a comment