গাংনীর বেতবাড়িয়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী লাঠি খেলা

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়ায় হয়ে গেলো ঐতিহ্যবাহী লাঠি খেলা। গ্রামবাংলার মানুষের প্রাণের সাথে মিশে থাকা খেলা দেখতে ভিড় করেছিলেন অগণিত দর্শক। বেতবাড়িয়া পশ্চিমপাড়ায় গতকাল বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত লাঠিখেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকার লাঠিয়ালরা।

লাঠিখেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতবাড়িয়া পশ্চিমপাড়া লাঠিয়ালবাহিনীর সভাপতি রেজাউল হক। অহিদুল হক আসাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলোয়াড় ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ। খেলায় ৫টি দল অংশগ্রহণ করে। প্রথম স্থান অর্জন করে একটি ছাগল পুরস্কার জিতেছেন ভবানীপ্রু লাঠিয়ালবাহিনী। দ্বিতীয় স্থান অর্জন করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বিলবোয়ালিয়া লাঠিয়াল বাহিনী। পুরস্কার পায় একটি ভেড়া। সেরা খেলোয়ার নিবার্চিত হয়েছেন তেকালা লাঠিয়াল বাহিনীর খেলোয়াড় সাহাদ্দত হোসেন। বিলুপ্ত প্রায় এ খেলা জাগিয়ে রাখতে পারলে অপসংস্কৃতি দূর হবে বলে মত প্রকাশ করেন আয়োজক ও দর্শকরা।