মেডিকেলের কোচিং সেন্টার শুক্রবার পর্যন্ত বন্ধের নির্দেশ

 

স্টাফ রিপোর্টার: আগামী শুক্রবার ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন মেডিকেলে ভর্তির সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভর্তি পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে। মেডিকেল ও ডেন্টালে ভর্তি করিয়ে দেয়ার কথা বলে অসাধুচক্র দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Leave a comment