ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল গত সপ্তাহে তাদের ভারত সফর বাতিল করার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মঙ্গলবার তাদের ভবিষ্যত সকল প্রকার ক্যারিবিয় সফর বাতিল করেছে। বিসিসিআই সম্পাদক সঞ্জয় প্যাটেল এক বিবৃতিতে বলেন, বিসিসিআই এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসবি) মধ্যকার সকল দ্বিপাক্ষিক সফর বাতিল করা হয়েছে।

তিন টেস্ট, পাঁচ ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচ খেলার জন্য ২০১৬ ফেব্রুয়ারি-মার্চে ভারতীয় দলের ক্যারিবিয় সফরে যাওয়ার সুচি নির্ধারিত ছিলো। মাঝ পথেই এ সফর বাতিল করায় ডব্লুআইসিবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা ভাবা হচ্ছে বলেও জানিয়েছে বিসিসিআই। সফর বাতিল করায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেয়া হবে বলে হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট প্রধান। হায়দ্রাবাদে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বিসিসিআইর কার্য নির্বাহী কমিটির বৈঠক শেষে এ বিবৃতি দেয়া হয়। ক্রিকেট পাগল দেশ হিসেবে ভারতীয় দলের সফর থেকে স্পন্সর হিসেবে স্বাগতিক দল আর্থিকভাবে বেশ লাভবান হয়ে থাকে। দেনা-পাওনা নিয়ে নিজ বোর্ডের সাথে অভ্যন্তরীণ সমস্যার কারণে একটি ওয়ানডে, তিনটি টেস্ট এবং একটি টি-২০ ম্যাচ বাকি থাকতেই গত শুক্রবার ভারত সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।