মৃত্যুর প্রায় ৪২ ঘণ্টার মাথায় বেওয়ারিশ হিসেবে অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ দাফন

 

স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৪২ ঘণ্টার মাথায় অজ্ঞাত পরিচয়ের যুবকের লাশ চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সদর হাসপাতালমর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম কমিটির মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী যুবককে গত ১১ অক্টোবর চুয়াডাঙ্গা স্টেশন এলাকা থেকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। টহল পুলিশ গুরুতর আহত সংজ্ঞাহীন অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। টানা ৮ দিনের মাথায় গত রোববার রাত আনুমানিক ৩টার দিকে মারা যায় সে। সোমবার দিনভর লাশ পড়ে থাকে হাসপাতলের বারান্দায়। বিকেলে রাখা হয় লাশ রাখা ঘরে। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালমর্গে ময়নাতদন্ত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় যেমন অজ্ঞাত পরিচয়ের যুবককে দেখে তেমন কেউ চিনে পরিচয় দিতে পারেনি, তেমনই মৃত্যুর পরও লাশ দেখে কেউ শনাক্ত করেনি। ফলে শেষ পর্যন্ত অজ্ঞাত পরিচয়ের লাশ হিসেবেই গতকাল সন্ধ্যায় জান্নাতুল মওলা কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।