গরুচোরচক্রের কারণে লাঞ্ছিত জীবননগর সুবলপুর গ্রামবাসী

 

জীবননগর ব্যুরো: গরুচোরচক্রের কারণে চরমভাবে অপমান-অপদস্তসহ লাঞ্ছিত হচ্ছে জীবননগর উপজেলার সুবলপুর গ্রামবাসী। এ চোরচক্রের কারণে বদনামে পড়েছে গ্রামবাসী। তারা এ গরুচোরচক্রের হোতা নতুনপাড়া গ্রামের সলেমানসহ সুবলপুর গ্রামের বিপুল ও মিন্টুকে আইনি হেফাজতে নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের সলেমান একজন চি‎হ্নিত গরুচোর বলে অভিযোগ আছে। সে সুবলপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে বিপুল ও লুৎফর রহমান লুতুর ছেলে মিন্টুর সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে গরু চুরি করে এনে সুবলপুর গ্রামে রাখে। ঈদের পূর্বে তারা গোয়ালপাড়া গ্রামের আশার একজোড়া হালের বলদ চুরি করে আনার পর জানাজানি হয়ে পড়ে। পরে আশা সুবলপুর গ্রামে এসে এ গরু উদ্ধার করে নিয়ে যান। এছাড়াও তারা সম্প্রতি নতুনপাড়া গ্রামের শুকুর আলীর আরও একজোড়া গরু চুরি করে আনলে শুকুর আলী তা খোঁজ পেয়ে সুবলপুর গ্রামে আসেন এবং গরু নিয়ে যান। এদের কারণে সুবলপুর গ্রামবাসীকে প্রতিনিয়ত চোরের বদনাম মাথায় নিতে হচ্ছে। এ চোরচক্রের কারণে তারা লাঞ্ছিত ও অপমানিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা অবিলম্বে গরুচোর সিন্ডিকেটের হোতা সলেমানসহ সুবলপুর গ্রামের বিপুল ও মিন্টুকে আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।