জাতীয় নিরাপদ সড়ক দিবসে চুয়াডাঙ্গায় কর্মসূচি

 

স্টাফ রিপোর্টার: আজ ২২ অক্টোবর বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি পালন উপলক্ষে নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখা মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করেছে। আজ বুধবার সকাল ন’টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের পশ্চিমপাশের রাস্তায় মানববন্ধন এবং মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন উল্লেখিত মানববন্ধন ও শোভাযাত্রায় নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যসহ সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

নায়ক ইলিয়াস কাঞ্চনের উদ্যোগে নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২১ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে। এ আন্দোলনেরই ধারাবাহিকতায় প্রতিবছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করে তোলার প্রয়োজনে চুয়াডাঙ্গাসহ সারাদেশে এ কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে।

Leave a comment